দামুড়হুদা প্রতিনিধি: ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় দামুড়হুদায় আনন্দ র্যালির প্রস্তুতিসভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই প্রস্তুতিসভা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টুসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। সভায় আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য আনন্দ র্যালি বের করা হবে। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামান্য চলচিত্র প্রদর্শন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ সম্প্রতি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেয়া হয়। তারই আলোকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে ওই আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।