দামুড়হুদার জয়রামপুরে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধীর বাড়িতে মানবতার নেতৃবৃন্দ

মা-বাবার জবানবন্দী গ্রহণ : আইনি সহায়তার আশ্বাস

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর হাজিপাড়ার ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরীর বাড়ি পরিদর্শন করেছেন মানবাধিকার সংগঠন মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুরে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সমন্বয়কারী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার, অপারেশন অফিসার অ্যাড. জিল্লুর রহমান এবং মানবতা ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি অ্যাড. এসলেম উদ্দীন। এ ৪ সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালীন ভিকটিমের মা-বাবার জবানন্দী গ্রহণ করা হয়। এ ছাড়া ভিকটিম বাকপ্রতিবন্ধী কিশোরী ওই প্রতিনিধিদলকে অভিযুক্ত প্রতিবেশী ডিসব্যবসায়ী আলমের বাড়ি দেখিয়ে দেয়। এ সময় মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ভিকটিমের মা-বাবাকে আইনগত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, জয়রামপুর হাজিপাড়ার এক লম্পটের লালসার শিকার হয় এক বাকপ্রতিবন্ধী কিশোরী। তাকে ফুসলিয়ে দেহভোগের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। সে বর্তমানে ৭ মাসের অন্ত:স্বত্তা। ডাক্তারী পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাকপ্রতিবন্ধী ওই কিশোরীই মা-বাবাকে ইশারায় দেখিয়ে দিয়েছে প্রতিবেশী ডিসব্যবসায়ী আলমের ২য় স্ত্রীর বাড়ি। সে ইশারা-ইঙ্গিতে বলেছে ওই ডিসব্যবসায়ী আলম দিনের বেলা একাধিক বার তার ২য় স্ত্রীর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। বাকপ্রতিবন্ধী কিশোরীর সর্বনাশের জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Leave a comment