পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়তে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঝাড়ু হাতে মেয়র জিপু

বৃষ্টি উপেক্ষা করে পৌরপিতা ঠিকই বেরিয়ে এলেন নগর উন্নয়নের কাজে

স্টাফ রিপোর্টার: সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু তাতে কী ? নগর উন্নয়নে আদৌ বাগড়া দিতে পারেনি বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্ট ওই বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে পৌরপিতা ঠিকই বেরিয়ে ছিলেন নগর উন্নয়নের কাজে। কয়েক ঘন্টা বৃষ্টিতে ভিজে করেছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পৌরসেবক নির্বাচিত হওয়ার পর থেকেই চুয়াডাঙ্গাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে ঝাড়– হাতে মাঠে নেমেছেন মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। প্রথমে সদর হাসপাতালে কয়েক ধাপে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি। তার এ মহতি উদ্যোগে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও সদর হাসপাতালের চিকিৎসকরা। তার অভিযানে সহায়তা করছে জেলা ছাত্রলীগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ও ‘বিডি ক্লিন চুয়াডাঙ্গা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিস্কার পরিচ্ছন্ন করেছে তারা। সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি। কিন্তু তাতে কী? বৃষ্টি উপেক্ষা করে ঝাড়– হাতে নিয়ে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু হাজির চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। বৃষ্টিতে ভিজে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান সেখানে। তার নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেয় স্কুল ও কলেজ পড়–য়া অসংখ্য শিক্ষার্থী। তাদের কয়েক ঘন্টা স্বেচ্ছাশ্রম পাল্টে দিয়েছে স্টেশনের চিত্র। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত, বিডি ক্লিন চুয়াডাঙ্গার মুখপাত্র নিশাত সাবিহা তাসনিম সুরভী জোয়ার্দ্দার, আফসানা সোজি, ইসতিয়াক শাকিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, পুরো দেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ হাতে নিয়ে কাজ করছে সংগঠনটি। চুয়াডাঙ্গা পৌর মেয়রের ‘গ্রিন চুয়াডাঙ্গা, ক্লিন চুয়াডাঙ্গা’ উদ্যোগ বাস্তবায়নে একাত্মতা ঘোষণা করে কাজ করছে তারা। বিডি ক্লিন চুয়াডাঙ্গার মুখপাত্র নিশাত সাবিহা তাসনিম সুরভী জোয়ার্দ্দার জানান, শুধু চুয়াডাঙ্গা নয়, পুরো দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই তাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য। নিজ অবস্থান থেকে সবাই মিলে কাজ করলে বিশ্বে বাংলাদেশ একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে পরিচিতি পাবে বলে মনে করেন তিনি।
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী বলেন, ‘গ্রিন চুয়াডাঙ্গা ক্লিন চুয়াডাঙ্গা’ সেøাগানে চুয়াডাঙ্গাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ক্রমান্বয়ে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। জেলা ছাত্রলীগসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এবং ‘বিডি ক্লিন চুয়াডাঙ্গা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজে সহায়তা করে যাচ্ছে। এভাবে সবাই মিলে কাজ করলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন তিনি। এ সময় স্টেশনে উপস্থিত যাত্রী ও দর্শনার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের প্রশংসা করে তাদের এ মহতি কাজে সকলের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।