স্টাফ রির্পোটার: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক) শিক্ষাবৃত্তি প্রদান করবে। প্রতি বছরের ন্যায় এবারও ডুসাক শিক্ষাবৃত্তি- ২০১৭ প্রদানের সিন্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র, মেধাবী ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিস্তারিত জানতে ডুসাক চুয়ডাঙ্গা ফেসবুক পেজে লগইন করতে হবে। গত বছর ৬ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছিলো। এবারও অনুরুপ সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে বলে ডুসাক সুত্রে জানা গেছে।
গতবছর যেসব দানশীল ব্যক্তি বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা করেছিলো তারা হলেন জাতীয় সংসদের হুইপ সোলায়ামান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, ডুসাকের প্রধান পৃষ্টপোষক এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল, বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু, লে.কর্ণেল সৈয়দ অব. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর সভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার জাফর হোসেন, এডিসি ডিবি শাহজাহান সাজু, ডা. মাহবুব হোসেন মেহেদী, ডা. রাকিবুল হাসান লিটু, আতিকুল হক মিথুন, মালিক হাফিজুল আলম বাবু, ডুসাকের উপদেষ্টা রওনক জাহান প্রমুখ।