উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন
দামুড়হুদা প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি গণমানুষের নেতা নজরুল মল্লিক দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল রোববার দিনভর উপজেলার কুড়––লগাছি, কার্পাসডাঙ্গা ও নাটুদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় কৃষি, স্বাস্থ্য শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তিনি সকলকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, যদি আপনারা ভুল করেন তাহলে উন্নয়নের ধারা ব্যাহত হবে। পিছিয়ে যাবে দেশ। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় যে নৌকার টিকেট নিয়ে আসবে আমরা সম্মিলিতভাবে তার পক্ষেই কাজ করবো। আর আমি যদি এমপি হতে পারি তবে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকাকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
গণসংযোগকালে তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইয়াছনবী, আব্দুর রহমান, ফজলুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আবু তালেব, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, হযরত আলী, জাহিদুল মেম্বার, সাজেদুল বিশ্বাস মিঠু, হাসান-আল বাখার ডলার, জমাত আলী, হারুন, জাকির, মামুন, তুহিন, আলমগীর প্রমুখ।