স্টাফ রির্পোটার: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলার ঐতিহ্যাবহী চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি আমজাদুল ইসলাম চঞ্চল, সদস্য রিপন আলী, শাহজাহান খান, বিপ্লব, রুমানা আক্তার ও মোস্তাক আহমেদ।
এর আগে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিপুল আশরাফ, মিসেস আনন্দ, মিসেস প্রিন্স, শারমিন লায়লা প্রমুখ। অভিভাবকদের কথা ধৈর্য ধরে শোনেন জেলা প্রশাসক বিদ্যাপীঠের সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুদের প্রতিদিন অল্প অল্প সময় দিন। তাহলে দেখবেন আপনার সন্তানকে লেখাপড়ার জন্য আর কোচিংয়ে পাঠানো লাগবে না। জেলা প্রশাসক শিক্ষকদের বলেন, আজ থেকে আপনারা কোচিং বাদ দিন। ক্লাসে বসেই সব পড়া করিয়ে দেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক সরোয়ার হোসেন।