মহেশপুরে ২ স্বর্ণের দোকানে চুরি

মহেশপুর প্রতিনিধি: বুধবার দিবাগত গভীর রাত্রে উপজেলার মান্দারতলা বাজারে ২ স্বর্ণের দোকানে চুরি সংঘঠিত হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত্রে একদল দুষ্কৃতিকারীরা মান্দারতলা বাজারে অবস্থিত হাসান আলীর মায়া জুয়েলার্স ও বিকাশ বিশ্বাসের বিশ্বাস জুয়েলার্স। এ দুটি দোকানে তালা কেটে চোরেরা ভিতরে ঢুকে ২ দোকান থেকে প্রায় ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে মহেশপুর থানায় পৃথক অভিযোগ দায়ের হয়েছে। কর্তব্যরত এসআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Leave a comment