মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের সাথে সাংবাদিকদেরও সম্পৃক্ত হতে হবে

 

আলমডাঙ্গায় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এডিশনাল আইজি মীর শহিদুল ইসলাম বলেন

আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মীর শহিদুল ইসলামের সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা এক চা-চক্রে মিলিত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা বিআরডিবি অফিসকক্ষে এ চা চক্র অনুষ্ঠিত হয়। এ চা চক্রের সৌজন্য আলাপচারিতায় তিনি বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে হবে। পুলিশ ও সাংবাদিক মূলত একই লক্ষ্য নিয়ে কাজ করেন। সাংবাদিকরা সমাজের দর্পন। এলাকাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের সাথে সাথে সাংবাদিকদেরও সম্পৃক্ত হতে হবে। পুলিশ সুপারকে বলেছি তিনি যেন আলমডাঙ্গার সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহের কথা বলেছি। তিনি বলেন, কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি হতে পারে। এমন পরিস্থিতি দেখা দিলে সেগুলোর সুষ্ঠু সমাধান করে নিতে হবে। প্রয়োজনে তার সাথেও কথা বলা যেতে পারে। তিনি বলেন, আমি আলমডাঙ্গার সন্তান। কারও বড় ভাই, কারও ছোট ভাই, কারও সন্তানের মতো। চাকরির তদন্তকালে পুলিশ অনেক সময় নিরীহ ও অসহায় মানুষকে হয়রানি করে। এমনটা কাম্য নয়। যে কোনো সমস্যা তাকে অবহিত করলে তিনি তা নিরসনের চেষ্টা করবেন বলে সকল সাংবাদিককে আশ্বস্ত করেন। তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার সব সময়ই ভালো সম্পর্ক বজায় রয়েছে। সততা আর স্বচ্ছতা থাকলে সাংবাদিকদের কেনো দূরে রাখতে হবে। পুলিশকে সাংবাদিকদের সাথে নিয়েই কাজ করতে হবে। আলমডাঙ্গায় যে এতোবেশি সাংবাদিক কাজ করছে, তা জেনে খুব ভালো লাগছে বলে তিনি মন্তব্য করেন।
এ আলাপচারিতায় তিনি শৈশব, লেখাপড়া ও চাকরি জীবনের নানা অধ্যায় অকপটে বর্ণনা করেন। যে সততা ও সম্মান নিয়ে সারা জীবন চাকরি করেছেন, ভবিষ্যতেও যেন সেই সততা, সম্মান আর আত্মমর্যাদা অক্ষুন্ন রাখতে পারেন তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় এ চা চক্রে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, সহ-সম্পাদক রুনু খন্দকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, দফতর সম্পাদক আবুল কাশেম টুকু, সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সাংবাদিক শাহাবুল ইসলাম, এমদাদ হোসেন, হাসিবুল ইসলাম, মানোয়ার হোসেন, আশরাফুল হক, রহিদুল, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিচালক মীর শহিদুল ইসলামকে।

Leave a comment