ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তের বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। এ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নাজমুল হোসেন গ্যাগার নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বলে বিজিবি’র প্রেস রিলিজসূত্রে জানা গেছে। এ ঘটনায় জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল আজিজ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে। গত সোমবার রাত ৮টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল আজিজ সঙ্গীয় সদস্য নিয়ে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের ই¯্রাফিল সর্দারের ছেলে নাজমুল হোসেন গ্যাগার (৪০) কে আটক করে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এ ঘটনায় বিজিবি ক্যাম্পের নায়েক আব্দুল আজিজ বাদী হয়ে নাজমুল হোসেন গ্যাগারের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছে।