চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে ক্ষুরের পোঁচে যুবক জখম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে ঝালমুড়ি কেনাকে কেন্দ্র করে শত্রুতা। ধারালো ক্ষুরের পোঁচে রক্তাক্ত জখম হলো মাসুম (১৮) নামের এক যুবক। সে বেলগাছি বিশ্বাসপাড়ার আলাউদ্দিনের ছেলে। গতকাল সকালে মাসুমকে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম অভিযোগ করে বলে, গতপরশু সোমবার সন্ধ্যার দিকে বেলগাছি বক্সারপাড়ায় যায় ঝালমুড়ি কিনতে। সেখানে ঝালমুড়িওয়ালার কাছে অর্ডার দিই। কিছুক্ষণ পর সেখানে আসে একই এলাকার আসাবুলের ছেলে জুয়েল। সে বলে আমাকে ঝালমুড়ি আগে দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাগবিত-া। খবর পেয়ে পিতা আলাউদ্দিন সেখান থেকে মাসুমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে মাসুম বক্সারপাড়ায় যায়। সেখানে জুয়েলের সাথে তার দেখা হলে আবার শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে জুয়েল পকেট থেকে ক্ষুর বের করে মাসুমের গলায় পোঁচ দেয়। ক্ষুরের পোঁচে মাসুম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। জুয়েল পালিয়ে গেলে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় মাসুমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। মাসুমের জখমের বিষয়ে সার্জারি বিশেষজ্ঞ ডা.তারিক হাসান শাহীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে মাসুমের অবস্থা আশঙ্কামুক্ত।