আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাজু গ্রামের এক সবজি ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গত রোববার সকালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গ্রাম থেকে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সবজি ব্যবসায়ী রেমানিক (৩৬)। তিনি অন্যান্য দিনের মতো গত রোববার সকালে গ্রামের শামসুলমোড়ে রাস্তায় বস্তা পেতে বসে কৃষকদের নিকট থেকে শিম কিনছিলেন। এরই এক পর্যায়ে সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, মাইক্রোবাসে ৬/৭ জন থাকলেও ২ জন অজ্ঞাত ব্যক্তি নেমে সবজি ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে তিনি মোনিক কি-না? সবজি ব্যবসায়ী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলার সাথে সাথে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়ার ইবি থানার গোস্বামী দুর্গাপুর বাজারের দিকে চলে যায়।
গ্রামসূত্রে জানা গেছে, কয়েক বছর পূর্বে পুলিশের ও মাজু গ্রামবাসীর মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। সে ঘটনায় গ্রামবাসীকে নাজেহাল অবস্থায় পড়তে হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে রেমানিককে তুলে নিয়ে যাওয়া হলেও পুলিশ আতঙ্কে কেউ কোনো মুখ খোলেনি।
রেমানিকের চাচা শাহজাহান আলী জানান, তাদের ধারণা ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ স্বীকার করেনি পরে তিনি জানান। আলমডাঙ্গা থানা পুলিশকেও বিষয়টি অবহিত করেছেন বলে তিনি জানিয়েছেন। তবে কেন তাকে তুলে নিয়ে যাওয়া হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রেমানিক গ্রামের নিরীহ কৃষক। তার নামে কোনো মামলাও নেই। তেমন কোনো অভিযোগ তার বিরুদ্ধে ছিলো বলেও তিনি জানেন না। গত ২ দিন নিখোঁজ সবজি ব্যবসায়ী রেমানিকের পরিবার দুশ্চিন্তা আর আতঙ্কের মধ্যে রয়েছে।