স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল এক প্রতিবাদ বিবৃতিতে বলেছেন, ‘চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি তার কুকর্মের জন্য বহিষ্কৃত হয়েছেন। গত ২৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আদেশক্রমে সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তাকে বহিষ্কার করেন। যা ২৯ অক্টোবর দৈনিক মাথাভাঙ্গায় প্রকাশিত হয়। মাফি তার কুকর্ম ঢাকার অপপ্রয়াসে এবং রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য আমাকেসহ (নাঈম পারভেজ সজল) ছাত্রলীগের ইমরান, মধু, সজল, ইমরোজ, উজ্জ্বল ও মানোয়ারকে আসামি করে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মিথ্যা মামলা করেছেন। মাফি যাকে স্ত্রী হিসেবে দাবি করে এজাহার করেছেন, ওই নারী তার স্ত্রী ছিলেন না। ব্যাকডেটে বিয়ে করে এখন তারা নিজেদেরকে স্বামী-স্ত্রী বলে উল্লেখ করছেন। যা তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঠিকভাবে তদন্ত করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ছাত্রলীগ নেতা নাঈম পারভেজ সজল।