ড. আব্দুস সবুরের নির্বাচনী গণসংযোগ অব্যাহত

সরোজগঞ্জ প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী হতে প্রত্যাশী সাবেক মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. আব্দুস সবুর তাঁর নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার তিনি আলমডাঙ্গার হাড়োকান্দি, বাগুন্দা, চুয়াডাঙ্গার ধুতুরহাট, সাহাপুর, জলিবিলা ও সরোজগঞ্জ বাজারে গণসংযোগ করেন। এ সময় ড. আব্দুস সবুর এলাকার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও জেলা শহরের সাথে নিবিড় সড়ক যোগাযোগ, চুয়াডাঙ্গা জেলাকে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকমুক্ত করা ও একটি সুস্থ ধারার রাজনীতির উদাহরণ সৃষ্টি করাসহ স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে দেশ ও মানুষের সেবা করার অঙ্গিকার করেন। এ সময় তার সাথে ছিলেন ইসামুল ইসলাম প্রমুখ।

Leave a comment