মহেশপুরের ৫৮ বিজিবির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খালিশপুরে ৫৮ বিজিবির হল রুমে কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম রিজন কমান্ডার ব্র্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল ইসলাম। ৫৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতিভোজে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়ার সেক্টর কমা-ার কর্ণেল আবু সয়ুদ আল মাসুদ, যশোরের ব্যুরো চিপ লে. কর্ণেল খবির উদ্দিন, চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক রাশেদুল ইসলাম, কুষ্টিয়া ৪৭ বিজিবি অধিনায়ক রাসেদুল হক ৫৮ বিজিবি টুআইসি মেজর জসিম উদ্দিন, যশোর বিজিবির ডিএসবি অধিনায়ক মেজর মোস্তাক আহমেদ, মহেশপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশিদ খান, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুর রহমান বাবুসহ বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাগণ। ২০১৫ সালের এ দিনে ৫৮ বিজিবি খালিশপুরে প্রতিষ্ঠা লাভ করে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিগত দিনগুলির চেয়ে ৫৮ বিজিবি অনেক উন্নতি হয়েছে।