আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ২ নারী জখম

ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় পৃথক দুটি দুর্ঘটনায় ২ নারী রক্তাত্ত জখম হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলার হারদী মহনপাড়ার আব্দার মালিথার স্ত্রী নাজেরা খাতুন (৪০) গতকাল বেলা সাড়ে ৫টার দিকে তার পিতার বাড়ি মালিহাদ গ্রাম থেকে নিজ বাড়ি হারদীতে পাখিভ্যানযোগে ফিরছিলেন। পথিমধ্যে হারদী ইউনিয়ন পরিষদের নিকট পৌঁছুলে বিপরিত দিক থেকে জনৈক ব্যক্তি একটি শাবল কাঁধে নিয়ে বাইসাইকেল যোগে আসছিলেন। এ সময় সাইকেল চালকের কাঁধে থাকা শাবলের আঘাতে নাজেরা খাতুন রক্তাত্ত জখম হন। তাকে স্থনীয়রা উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অপরদিকে দুর্ঘটনায় শ্রীমন খাতুন (৫৫) নামের এক নারী আহত হয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি আলমডাঙ্গার বাঁশবাড়িয় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী। শ্রীমন খাতুন গতকাল বেলা ৪টার দিকে ঘরের মশারি খুলতে গেলে চলন্ত ফ্যানের আঘাতে তার মাথা কেটে গুরতর জখম হয়। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Leave a comment