জাহাঙ্গীর সভাপতি কামরুল সম্পাদক
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান জয়লাভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বেসরকারিভাবে নিবাচনী ফলাফল ঘোষণা করেন। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর হোসেন ৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী রহমতুল্লাহ পান ৪৭ ভোট। নির্বাচনে কামরুল হাসান ৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তার নিকটতম প্রার্থী ফিরোজুল হক পান ৫১ ভোট। নির্বাচনে মোট ১১০ জন ভোটারের মন জয় করতে ১৫টি পদের অনুকূলে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আওয়ামী আইনজীবী সমিতির সভাপতিসহ মোট ৭টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে জয়লাভ করে। নির্বাচনে জয়ী অপরপ্রার্থীরা হলেন সহসভাপতি আব্দুল কুদ্দুস ও সিরাজ উদ্দিন, যুগ্মসম্পাদক সাথী বোস ও একেএম আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ একিএম এনামুল হক, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া খাতুন, নির্বাহী সদস্য হাসান মাহবুবুর রহমান, মনিরা হাসান মিলি, নাজমুন নাহার কানন, নজরুল ইসলাম মণ্ডল, মোশাররফ হোসেন, এএসএমএম হাসান উল্লাহ ও আরিফুজ্জামান।