পাখির অভয়ারণ্য তৈরির লক্ষ্যে মেহেরপুরে তেঁতুল গাছের চারা রোপণ

মেহেরপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখির অভয়ারণ্য তৈরির লক্ষ্য নিয়ে মেহেরপুরে সড়কের পাশে তেুঁতলগাছের চারা রোপণ করা হচ্ছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ বৃক্ষ রোপণ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন বাসস্ট্যান্ডে গাছ লাগানোর মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। জেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার তেঁতুলের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত উপস্থিত ছিলেন এসএসসি ৯৫ ব্যাচ বন্ধু সমন্বয় কমিটির সভাপতি রাহিনুর জামান পলেন, সাধারণ সম্পাদক এসএম সাইদুর রহামান, উপদেষ্টা শহিদুল ইসলাম পেরেশান, সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a comment