কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদহ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আ. রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন আ.লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস। নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুজ্জামান পিন্টু তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে না করে বর্তমান চেয়ারম্যান তার পছন্দ মতা স্থানে করছে। জনগণের সুযোগ সুবিধা মতো মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণ করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক, আ.লীগ নেতা আ. হালিম, সাখাওয়াৎ, বাবলু, আনোয়ার, সুজাত, ইউপি সদস্য কলিম, শহিদুল ইসলাম হকা, মুশাম তরফদার, জাহাঙ্গীর, ডা. রেজাউল, মুনছুর, শিক্ষক আমির হোসেন, খলিলুর রহমান, মিজানুর মোল্লা, মওলা বকস, জাহাঙ্গীর মল্লিক, শহিদুল মোল্লা প্রমুখ। প্রতিবাদ সভা শেষে দর্শনা-মুজিবনগর সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান পিন্টু বিশ্বাস।