মহেশপুরের এ বছর ৩৬ ম-পে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূজা ম-পে সকল প্রস্তুতি শেষ এ বছর ৩৬ ম-পে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে হিন্দু ধর্মের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন কটিমির সভাপতি রঞ্জন মাস্টার জানান, এ উপজেলায় এ বছর ৩৬ পূজা ম-পে পূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলায় যেগুলো পূজা ম-পে পূজা উদযাপিত হবে সেগুলো হলো- মহেশপুর পৌরসভায় ৯টি, এসবিকে ইউনিয়নে ৬টি, ফতেপুর ইউনিয়নে ৫টি, স্বরুপপুর ইউনিয়নে ১টি, শ্যামকুড় ইউনিয়নে ২টি, নেপা ইউনিয়নে ১টি, নাটিমা ইউনিয়নে ৪টি, মান্দাবাড়িয়া ইউনিয়নে ৪টি, আজমপুর ইউনিয়নে ৪টি।
মহেশপুর থানার অফিসার ইনাচর্জ আহম্মেদ কবির জানান, পূজা ম-পগুলোতে শান্তি রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত বুধবার থেকে পুলিশের পক্ষ থেকে পূজা ম-পগুলো নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ ৫-৬টি পূজা ম-পকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য ইতোমধ্যে একাধিক সভা করেছে।