আলমডাঙ্গা প্রেসক্লাব কর্তৃক সাবেক উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা ও নবাগতককে ফুলেল শুভেচ্ছা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানকে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা সভার অয়োজন করা।
এ সময় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বলেন, আলমডাঙ্গায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের কর্তাদের যে বৈরি সম্পর্ক ছিলো, তিনি তাতে কষ্ট পেয়েছিলেন। তিনি প্রথমেই সাংবাদিকদের সাথে ও মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করেছিলেন। কেন সাংবাদিকদের এতো মূল্যায়ন করতেন এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনিভার্সিটিতে পড়ালেখার সময় তিনিও সক্রিয়ভাবে সাংবাদিকতা করতেন। সে কারণে সাংবাদিকদের তিনি সবচেয়ে কাছের ভাবতেন বলে উল্লেখ করেন। বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহান ব্যক্তিগতভাবে আলমডাঙ্গা প্রেসক্লাবে উন্নয়নে ২০ হাজার টাকা সাংবাদিকদের হাতে তুলে দেন।
এ সময় নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান বলেন, তিনি ইতিবাচক মানসিকতা নিয়ে আলমডাঙ্গায় এসেছেন। সাংবাদিকদের সাথে সুসম্পর্ক সৃষ্টিতেও ইতিবাচকতা প্রদর্শন করতে কার্পণ্য করবেন না। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, মৌলভী আবুল কাশেম, ইউনুস আলী ম-ল, সহসম্পাদক রুনু খন্দকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত অধিকারী, দফতর সম্পাদক আবুল কাশেম টুকু, মানবাধিকার সম্পাদক অনিক সাইফুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, গল্পকার পিন্টু রহমান, পলাশ আহমেদ, আশরাফুল আশা, সদস্য সাহাবুল ইসলাম, নাসির উদ্দিন,অরুপ হাসান, জাহাঙ্গীর আলম, রহিদুল ইসলাম, এমদাদ হোসেন, হাসিবুল ইসলাম, গিটার প্রমুখ।

Leave a comment