কার্পাসডাঙ্গার পীরপুরকুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি বাড়িঘর ভাঙচুর

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ৩টার দিকে পীরপুরকুল্লা গ্রামের মাঝপাড়ায় ভাষানের ছেলে শাহাবুদ্দিনের বাড়িতে কয়েকটি পালিত হাঁস আসে পাশের বাড়ির আব্দুলের ছেলে ইউনুচের। হাঁস আসার পর শাহাবুদ্দিনের স্ত্রী ফুলঝুরি হাঁসগুলোকে নিয়ে যেতে বললে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাবুদ্দিনের সাথে ইউনুচের মারামারি বেধে যায়। মারামারির সময় শাহাবুদ্দিনের স্ত্রীর মাথায় আঘাত পেয়ে মাথা ফেটে যায়। তাকে দ্রুত উদ্ধার করে কার্পাসডাঙ্গার একটি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। শাহাবুদ্দিন জানান, মারামারির পর আমার বাড়িঘর ভাঙচুরসহ ঘরে থাকা ২৫ হাজার টাকা লুট করেছে ইউনুচ। এদিকে ইউনুচ জানান, প্রথমে শাহাবুদ্দিনরাই আমাদের মেরে আহত করেছে। এ বিষয়ে শাহাবুদ্দিন বাদী হয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে।