কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ ভবন রক্ষার দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ভবন স্বস্থানে রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন নিজ স্বার্থের জন্য ইউনিয়ন পরিষদের নতুন ভবন যথাস্থান থেকে সরিয়ে সুবিধামতো জায়গায় নিতে চান। গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাজার মসজিদের ইমাম গোলাম জাকারিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মওলানা আব্দুল কাসেম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ, রবিউল ইসলামসহ আরও অনেকে। বক্তরা বলেন, চেয়ারম্যান নিজের স্বার্থ হাসিলের জন্য ইউনিয়ন পরিষদের নতুন ভবন তার সুবিধামতো জায়গায় নেয়ার চেষ্টা করছেন। এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনাপূর্বক চেয়ারম্যান দবিরের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান। এলাকাবাসী অভিযোগ করে বলেছে, সদর উপজেলার গোস্বামী-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন স্থানীয় গোস্বামী দুর্গাপুর বাজারের ওপর অবস্থিত। শুরু থেকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হলে বর্তমান চেয়ারম্যান দবির উদ্দিন নতুন ভবন অন্যত্র সরিয়ে নিজের সুবিধামতো স্থানে নেয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে চেয়ারম্যান দবির উদ্দিন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। ইউনিয়ন পরিষদ যেখানে ছিলো সেখানেই আছে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।