গাংনীতে এমএ খালেকের গণসংবর্ধনা আজ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে সংবর্ধনা দিতে প্রস্তুত গাংনীবাসী। জাতিসংঘের সাধারণসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তিনি। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী হওয়ায় গর্বিত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ। আজ রোববার তিনি গাংনীতে ফিরে এলে গণসংবর্ধনা দেবে উপজেলা আওয়ামী লীগ। ইতোমধ্যে সংবর্ধনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্ব¡রে তৈরি করা হয়েছে মঞ্চ। গাংনী উপজেলাজুড়ে পোস্টারিং করা হয়েছে। ঢাকা থেকে সড়কপথে তিনি বিকেল ৩টায় বামন্দী বাজারে পৌঁছুবেন। তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা প্রস্তুত। বামন্দী থেকে মোটরসাইকেল শোভাযাত্রারা মধ্যদিয়ে গাংনীতে পৌঁছুবেন এমএ খালেক। গাংনী উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। গত কয়েকদিন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর মেয়র ও জেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম এবং গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ নেতৃবৃন্দ গণসংযোগ করেছেন। বেশ কয়েদিন থেকেই গাংনী উপজেলা শহরসহ প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে শোভা পচ্ছে তোরণ। গণসংবর্ধনা কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন নেতৃবৃন্দ।

Leave a comment