মেহেরপুর কৃষি ব্যাংক অফিসার্স ঐক্য পরিষদ গঠন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) অফিসার্স ঐক্য পরিষদের মেহেরপুর আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এতে বিকেবি গাংনী শাখা ব্যবস্থাপক আব্দুল ওয়াহাব সভাপতি ও একই শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা ও সৌহার্দপূর্ণ কর্মপরিবেশ সৃষ্টি করবে নবগঠিত কমিটি মনে করে। এ লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে গত ১৭ সেপ্টেম্বর মেহেরপুর আঞ্চলিক কার্যালয়ে মেহেরপুর অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মতামতের ভিত্তিতে ২৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সহসভাপতি আব্দুল আজিজ, হাবিবুর রহমান, প্রহলাদ কুমার হোড়, মিনহাজ উদ্দীন ও রাশিদুল ইসলাম। কার্যকরী সভাপতি সিরাজ আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, মাসুদুর রহমান, হাসানুর রহমান ও শেখ মুসফিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ এবং অর্থসম্পাদক গাংনী শাখার কর্মকর্তা (ক্যাশ) আল-আমিন। দফতর সম্পাদক জামাল উদ্দীন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুফলেহুর রহমান এবং মহিলা সম্পাদিক মিসেস আয়েশা সিদ্দিকা। এছাড়াও কার্যকরী সদস্য ইয়াছিন আলী, তাওফীকুল ইসলাম, আক্তারুজ্জামান (বাবু) ওবায়দুল্লাহ, আবু জাকারিয়া, আনিছুর রহমান ও রবিউল ইসলাম রবি। সাংগঠনিক কাজে সকলের সহযোগিতা চেয়েছেন সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি।