গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা চত্ব¡রে নির্মিত গোলঘর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে গাংনী তথা মেহেরপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালও। এখন আর বোমার শব্দে মানুষের ঘুম ভাঙে না। সকালে উঠে আর লাশ দেখতে হয়না। পুলিশের এই সফলতা ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তৃতায় তিনি আরেও বলেন, মানুষের জন্য রাজনীতি করতে হবে। সাধারণ মানুষের ভালমন্দ্রের দিকে সকলের নজর আরও বাড়ানো উচিত। ভুক্তভোগী কিংবা নির্যাতিত মানুষের সুবিচারের জন্য পুলিশ প্রশাসন ও রাজনীতিবিদদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতায় পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এখন বাংলাদেশ পুলিশ যেমনি আধুনিক হচ্ছে তেমনি পুলিশের কাজকর্মেও পরিবর্তন এসেছে। পুলিশ ও জনগণের মধ্যে সু-সম্পর্ক স্থাপনের মধ্যদিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হচ্ছি আমরা। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গোলঘর উদ্বোধনের মধ্যদিয়ে থানায় আগত মানুষের বসার স্থান করতে পেরেছি। এখানে ভাল পরিবেশের মধ্যদিয়ে থানায় আগত মানুষেরা অবস্থান করতে পারবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মনিরুজ্জামান, গাংনী থানার পরিদর্শক (ওসি তদন্ত) কাফরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী দারুচ্ছুন্নাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মহসিন আলী ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ। গোলঘর উদ্বোধন করে থানা চত্ব¡রে গাছের চারা রোপণ করেন এমপি এবং পুলিশ সুপার।
প্রসঙ্গত, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের উদ্যোগে থানা চত্বরে দৃষ্টিনন্দন গোলঘর নির্মাণ করা হয়েছে। থানায় সেবা নিতে আসা মানুষের বসার জায়গা সঙ্কট দুর করতেই গোলঘরটি নির্মাণ করা হয়।