কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি: হেরোইন উদ্ধারের ঘটনায় তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার হয়েছে।

গতকাল রোববার রাত ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। দুই ঘণ্টার বৈঠকে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ শুক্রবার র‌্যাবের হাতে গ্রেফতারকৃত তিন মোটরশ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন সময়ে মোটর শ্রমিকদের হয়রানির বন্ধেও প্রশাসনকে আহ্বান জানান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলায় কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। এদিকে রোববার কর্মবিরতির প্রথম দিনে কুষ্টিয়ার অভ্যন্তরীণ রুট থেকে কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন। পরিবহন শ্রমিকদের এই কর্মবিরতির কারণে কুষ্টিয়ার মজমপুর বাস ডিপো থেকে আন্ত:জেলা ও দুর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়ক ও কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে বাসের অপেক্ষায় অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। উল্লেখ্য, র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা শুক্রবার চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বিবিএস এক্সক্লুসিভ মাহাদী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাসের টুলবক্সের মধ্যে থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব সদস্যরা বাসের চালক সোহেল রানা (৩২), সুপারভাইজার ঠান্টু (৩৬) ও বাসের হেলপার সাগরকে (২২) গ্রেফতার করে। তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে শনিবার দুপুরে বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের জরুরি যৌথ সভায় অনির্দিষ্টকালের এ কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়।