দামুড়হুদার গোপিনাথপুর থেকে দুটি গরু চুরি : মোবাইলফোন উদ্ধার

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের দু হতদরিদ্রর বাড়ী থেকে দুটি গরু ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়েছে চোরচক্র। গরু নিয়ে গ্রামের বটতলা থেকে ট্রাকে তোলার  সময় চোরচক্র একটি রবি সিমসহ মোবাইলফোন ফেলে গেছে। চুরি যাওয়া গরুর অভিভাবকেরা ইউপি সদস্য রুহুল আমীনের সহযোগিতায় মোবাইল ফোনটি দামুড়হুদা থানায় জমা দিয়ে লিখিত একটি অভিযোগ করেছেন বলে জানাগেছে।

জানা গেছে, পরশু বুধবার রাত আনুমানিক আড়ায়টার দিকে গোপিনাথপুর গ্রামের গোরস্থানপাড়ায় আলেক হোসেনের ছেলে মালেকের বাড়িতে গ্রিল কোটে কোনোকিছু চুরি করেতে পান পারলেও একই গ্রামের মাঠপাড়ার মৃত মগবুলের ছেলে আজিবারের জানালার পাশে থাকা ১৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন চুরি করে। এছাড়া মৃত বরকত আলীর ছেলে টোকনের গোয়ার ঘর থেকে আনুমানিক এক লাখ টাকা মূল্যের একটি গরু ও একই পাড়ার মৃত চান্দুর ছেলে মহাসিনের বাড়ি থেকে ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু চুরি করে চোরচক্র। চোরচক্র ট্রাকে অথবা লাটাহাম্বারে গরু তোলার সময় চোরের একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। মোবাইলফোনটি ইউপি সদস্যের সহযোগিতায় দামুড়হুদা থানায় জমা দিয়েছে। এদিকে টোকনের স্ত্রী বলেন, রাত আনুমানিক ২টার দিকে গরুর খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি, ফরজের নামাজ পড়ার জন্য উঠে গরুর খাবার দিতে যেয়ে দেখি গোয়ালে গরু নেয়, আমাদের চিৎকারে প্রতিবেশিরাও জেগে গরু খুঁজতে যেয়ে খালের রাস্তায় বটতলায় গাড়ির চাঁকার দাগ দেখে বুঝতে পারে গাড়িতে করে গরু নেয়া হয়েছে এবং যেখান একটি গামছা ও একটি মোবাইলফোন পড়ে থাকতে দেখে, সকালে মোবাইল ফোনটি দামুড়হুদা থানায় জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েদিন আগে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রাম থেকে ৩টি গরু চুরি হয়েছে বলে জানাযায়।

Leave a comment