মেহেরপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: সরকারের সাফল্য ও শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পৌর যুব মহিলা লীগের আয়োজনে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়াতে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনুর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের এমপি পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুতশোভা ম-লের সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে কুতুব, পৌর যুব মহিলা লীগের সদস্য মুন্নি প্রমুখ। এছাড়াও উঠান বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, পূর্বের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়, আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ।