বিদেশি টুকরো

মালয়েশিয়ার কোরআন স্কুলে আগুন : নিহত ২৫

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি আবাসিক কোরআন শিক্ষা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। দোতলা স্কুল ভবনের ওপর তলায় এ অগ্নিকাণ্ড হয়। নিহতদের মধ্যে ২৩ জনই ছাত্র। তারা ৫ থেকে ১৮ বছর বয়সী। বাকি দুজন মাদরাসা বোর্ডিংয়ের ওয়ার্ডেন (তত্ত্বাবধায়ক) ছিলেন। ফাঁয়ার সার্ভিসের বিবৃতিতে বলা হয়, ভোরে ‘তাহফিজ দারুল কোরআন ইত্তিফাকিয়াহ’ নামে কোরআন শিক্ষার স্কুলটিতে আগুন লাগে। কুয়ালালামপুর ফাঁয়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের পরিচালক খিরুদিন দ্রাহমান বলেন, আগুনে ২৩ শিক্ষার্থী ও দুই ওয়ার্ডেনের (তত্ত্বাবধায়ক) মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে কিংবা আগুনে আটকা পড়ে মারা যেতে পারে। আমি মনে করি, এটি ছিল গত ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। এ মুহূর্তে আমরা আগুনের কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মাথাভাঙ্গা মনিটর: আদালত অবমাননার শুনানিতে হাজিরা না দেয়ায় পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। গ্রেফতার এড়াতে তাকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রূপির স্যিউরিটি বন্ড জমা দিতে বলেছে কমিশন। তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা সদস্য ও দলচ্যুত আকবর এস বাবর ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এই মামলার শুনানিতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়। ইমরান খানের আইনজীবী বাবার আওয়ান বলেন, পিটিআই প্রধান দেশের বাইরে ছিলেন এবং মাত্র কয়েক ঘণ্টা আগে দেশে ফিরেছেন।

কিন্তু আকবর এস বাবরের আইনজীবী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করেছেন ইমরান খান। যদি তিনি এই প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতেন তাহলে তিনি এখানে আজ উপস্থিত থাকতেন। গত মাসে নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেয়, এর আগের নোটিশেও জবাব দেননি তিনি।

জন্মদিনে ৭শ ডিমের কেক

মাথাভাঙ্গা মনিটর: জন্মদিনের একটি কেক ৩শ কেজি ওজনের। অবাক করার মতোই বটে। কেকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৭শ ডিম। যুক্তরাজ্যের ডরসেটে এ ঘটনা ঘটেছে। তিন বছর বয়সী স্যামুয়েলের জন্মদিনে কেকটি উপহার দেন তার বাবা। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ভিক্টোরিয়া স্পঞ্জ কেক। বিবিসি। অক্সফোর্ড বেকারির মালিক স্টিভেন অক্সফোর্ড তার ছোট ছেলে স্যামুয়েলের জন্মদিনের জন্য বৃহত এ কেক তৈরি করেন। রোববার স্টারমিনস্টার নিউটনের বার্ষিক পনির উৎসবে জ্যাম ও মাখনের সমন্বয়ে তৈরি এ কেক প্রদর্শন করা হয়। কেকটি তৈরিতে ৭শ ডিম, ৫০ কেজি মাখন, ৩৫ কেজি জ্যাম, ৬৮ কেজি ময়দা, ৫৯ কেজি চিনিসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে। খবরে বলা হয়েছে, প্রায় পাঁচ ফুট প্রশস্ত ও সাড়ে আট ইঞ্চি উচ্চতার কেকটি তৈরি করতে পুরো একটি দিন লেগেছে। স্টিভেন অক্সফোর্ড বলেন, ‘বরুক ফুড প্রসেসিং নামে একটি বেকারি পণ্য প্রস্তুত প্রতিষ্ঠানের কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে আমি এটি তৈরি করেছি। এজন্য একটি বড় মিশ্রক ব্যবহার করেছি এবং একটি ফর্ক লিফট ট্রাকে করে চুল্লিতে নিয়েছি!

 

 

ফল জালিয়াতিতে বিতর্কে আফ্রিকার সেরা বিশ্ববিদ্যালয়

মাথাভাঙ্গা মনিটর: আফ্রিকার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত উগান্ডার মাকারেরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ফল জালিয়াতির অভিযোগে ৩শ ছাত্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে, অভিযুক্ত ছাত্ররা ২০১৫ সালে জালিয়াতি করে তাদের স্নাতক পরীক্ষার নম্বর বাড়িয়ে নিয়েছিলো। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বার্নাবাস নাওয়াগুয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখায় ফল তদারক করা যাদের দায়িত্ব, তাদের মধ্য থেকে কেউ এ কাজ করে থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন। যেসব ছাত্রের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের ডিগ্রি স্থগিত করা হয়েছে। গত দুই বছর আগে কলা ও সমাজবিজ্ঞান বিভাগের ৬শ ছাত্রের স্নাতক ফল বাতিল করা হয়। কারণ তারা পাস মার্কের চেয়ে কম নম্বর পেয়েছিলেন বলে একজন তথ্য ফাঁস করে দেয়।
পুরো আফ্রিকাজুড়ে মাকারেরে বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। ৪০ হাজার ছাত্রের মধ্যে বহু বিদেশিও পড়াশোনা করছেন।

 

Leave a comment