মেহেরপুর অফিস: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং হত্যাযজ্ঞ নির্যাতন বন্ধের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার বাদ আসর মেহেরপুর কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি প্রভাষক খাদিমুল ইসলাম। পরে মেহেরপুর পৌরসভার সামনে অনুষ্ঠিত এক পথ সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারি প্রভাষক খাদিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. আনিসুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আবু বকর, মুজিবনগর উপজেলা শাখার সেক্রেটার মাও. আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মুফতি শামীম রেজা, ইসলামি যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার সহসভাপতি হাফেজ মাও. লিয়াকত হুসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখা সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সেক্রেটারি মাও. হাসানুল ইসলাম। পরে রোহিঙ্গা মুসলিমদের উদ্দেশে সেখানে দোয়া ও মোনাজাত করা হয়।