স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় ঈদের পরদিন রোববার ঈদ পূনর্মিলনীর আয়োজন করা হয়। এ আয়োজনে ছিলো- ক্রীড়া প্রতিযোগিতা, গুণিজন সম্মাননা ও সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি প্রদান। আয়োজনে মধ্যমণি ছিলেন ডায়মন্ড ওয়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। আয়োজকদের পক্ষে তাকে সম্মাননা প্রদান করা হয়।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত তরুণদের উদ্যোগে গঠিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন ‘সহযোগ’র উদ্যোগে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। রোববার সকাল ৯টায় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যদিয়ে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ৭টি বিষয়ে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিকেলে উৎসব মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, গুণীজন সম্মামনা-সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
এদিন আয়োজকদের পক্ষ থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে সম্মাননা প্রদান করা হয়। সহযোগের সদস্যরা দিলীপ কুমার আগরওয়ালার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। দিলীপ কুমার বলেন, ‘সম্মাননা প্রদান করে সহযোগ আমাকে একাধারে উজ্জীবীত ও ঋণী করেছে। এই এলাকার পিছিয়ে পড়া মানুষদের জন্য নিখরচায় চিকিৎসা সুবিধা প্রদানসহ সাধ্যমত সহযোগিতা অব্যাহত থাকবে।’
প্রধান অতিথি দিলীপ কুমার আগরওয়ালা সংবর্ধিত অতিথিদেরকে উত্তরীয় হিসেবে একটি করে উলের শাল ও স্মারক হিসেবে সহযোগ’র মনোগ্রাম সংবলিত একটি করে সিরামিকের মগ তুলে দেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি দৌলাতদিয়াড়ের কৃতী সন্তান বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতির যুগ্ম সম্পাদক রিপনুল হাসান রিপন।
সংবর্ধিত অতিথিরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ, শিক্ষক আব্দুল মালেক, গোলাম মোস্তফা, আফসার উদ্দিন বাদল, আসলাম চৌধুরী, মুক্তার আলী ফন্টে, আতিকুল হক মিঠু, সেলিনা আফসার, হারুনুর রশিদ ও সুলতান আহমেদ মুরাদ। গণমাধ্যমকর্মী হিসেবে দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক বাংলাভিশন চ্যানেলের চুয়াডাঙ্গা প্রতিনিধি সরদার আল আমিন, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি। জনপ্রতিনিধি হিসেবে বর্তমান ইউপি সদস্য আব্দুর রহমান হাবলু, সাবেক ইউপি সদস্য মো. হকাজ্জেল হক, মো. বেল্টু হোসেন, আদিল হোসেন, কামরুজ্জামান সজল ও ইয়াছদ্দিন। এছাড়া এইচএসসি, এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করা ১১ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেন সম্মাননা পাওয়া অতিথি দিলীপ কুমার আগরওয়ালা।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ইমন সিদ্দিক ও মুক্তার আলী ফন্টে। আয়োজনের সহযোগী ছিলেন সহযোগের সদস্য সাঈদ মাহমুদ সোহেল আহমেদ, শাহীনুর রহমান ডালিম, রিপন আহমেদ, খায়রুল ইসলাম ঝন্টু, সাজ্জাদ জাহাঙ্গীর রনি, ইমাম আজম ভিটা, মো. হাসান, রুহুল আমিন, আজমল হোসেন, জহুরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, মাহবুব আলম রিয়ন, মো. রানা ও বিপুল হোসেন।