মানবপাঁচার মামলার আসামি সরোজগঞ্জ জলিবিলার আবুল কাশেম গ্রেফতার

সরোজগঞ্জ প্রতিনিধি: মানবপাঁচার মামলার আসামি আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সকাল ১০দিকে সোনালী ব্যাংকের সরোজগঞ্জ শাখার নিকট থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। তাকে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের মৃত বাহার আলীর ছেলে জলিবিলায় বসবাসকারি আবুল কাশেমকে (৫০) সোনালি ব্যাংক সরোজগঞ্জ বাজার শাখার নিকট থেকে গ্রেফতার করা হয়। সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, আবুল কাশেম বৈদেশিক কর্মসংস্থান (মানবপাচার) মামলার আসামি। এদিকে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন, আবুল কাশেম এলাকার একাধিক মানুষের বিদেশ পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে ছিলেন। তিনি বাড়ি ফিরে আসলে পাওনাদার টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন। এছাড়া তিনি একাধিক ব্যক্তিদের মালয়েশিয়া পাঠালেও তাদের ভিসা ঠিক না করে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাগুন্দা গ্রামের মৃত বরকত ম-লের ছেলে মোফাজ্জেলের কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে ইরাকে পাঠানোর নাম করে আবুল কাশেম দীর্ঘ ৬ বছর ধরে না পাঠিয়ে ঘুরাচ্ছিলেন। এই মর্মে মোফাজ্জেল চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে তাকে গত রোববার সকালে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ আটক করে সদর থানায় সোপর্দ করেছে।