দলীয় নেতাকর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতা বাবু খান

ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান
স্টাফ রিপোর্টার: দলীয় নেতাকর্মীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১ নং যগ্মসম্পাদক মাহমুদ হাসান খান বাবু। তিনি আন্দুলবাড়িয়া, জীবননগর ও দামুড়হুদায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা মেতে ছিলেন। এর ধারাবাহিকতায় ছেদ পড়ে তখনই যখন গতকাল সোমবার বিকেলে দামুড়হুদার আয়োজনে বসে শোনেন হাজি মো. মোজাম্মেল হক মারা গেছেন। তিনি তাৎক্ষণিক শুভেচ্ছা বিনিময়ের আয়োজন বন্ধ করে শোকার্ত হয়ে পড়েন।
জানা গেছে, বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে পৌঁছুলে সেখানে দলীয় বিভিন্ন স্লেøাগান ও ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি’র কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনুর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহঅর্থ বিষয়ক সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র ১ নং যুগ্মসম্পাদক মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বাবু খাঁন বলেন, আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে সকলে একসাথে কাজ করুন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আ.লীগ বা জামাতের প্রার্থীকে ভয় পাই না। আমি ভয় পাই, আমার দলের বিভেদকে। তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনার সকল রাগ অভিমান ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে ধানের শীষ তথা খালেটা জিয়া, তারেক জিয়ার বিজয় সুনিশ্চিত করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জেল হোসেন, সহসভাপতি মোক্কারম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু সাইদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিপ্লব, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ওসমান গনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের নেতা, মাহাবুবুর রহমান বাচ্চু, শামসুজ্জোহা পলাশ, একরামুল মেম্বার, শামসুল আলম। উপজেলা ছাত্রদলের নেতা মাহাফুজুর রহমান মিল্টন, ফিরোজ হাসান মন্টু, আরিফুল ইসলাম, রানা, সবুজ প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহকোষাধক্ষ্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ নং যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু দলীয় নেতাকর্মীদের সাথে ঈদত্তোর শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল সোমবার সকাল ৯টায় জীবননগরের আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে তিনি বিভিন্ন ওর্য়াড, ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়সহ সাংগঠনিক মতবিনিময়সভা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন, শামসুজ্জামান ডাবলু, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান বুলেট, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম খান, সেলিম আক্তার খান মিন্টু, কামরুজ্জামান ও আবুল কাশেমসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।