কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ৪টার দিকে হাইস্কুল মাঠ প্রাঙ্গণে কুতুবপুর-মুন্সিপুর ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারিক, করিম, তাজু উদ্দিন, নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইজাজ উদ্দিন।

 

Leave a comment