চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত

স্বরচিত লেখা পাঠ, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, আলোচনা ও সাহিত্য আড্ডার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৪৮তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। পদধ্বনির শুরুতে চিরায়ত সাহিত্য থেকে ‘অবজ্ঞা’ কবিতাটি আবৃত্তি করে শোনান অ্যাড. বজলুর রহমান। স্বরচিত লেখা পাঠ করেন, অধ্যাপক আব্দুল মোহিত, অমিতাভ মীর, গোলাম কবীর মুকুল, কাজল মল্লিক, আনছার আলী, সুমন রশিদ, আহাদ আলী মোল্লা, হুমায়ূন কবির, মাসুদ পারভেজ, শাহেদ জামাল, হালিদা এদিব হানম, বাবুল হোসেন শিশির প্রমুখ।

পঠিত লেখার ওপর আলোচনা করেন, অধ্যাপক আব্দুল মোহিত, আবুল কাশেম, অ্যাড. বজলুর রহমান ও আহাদ আলী মোল্লা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় পদধ্বনি আসরে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শুক্রবার পদধ্বনি আসর অনুষ্ঠিত হবে না। ঈদের পর থেকে যথারীতি পদধ্বনি আসর অনুষ্ঠিত হবে। লেখিয়ে বন্ধুদের পদধ্বনি আসরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।