এলাকার ত্রাস টেইপুরের বিদ্যুতকে রিভালবরসহ পাকড়াও

দামুড়হুদার কোষাঘাটা সড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা সড়কে ছিনতাইসহ ডাকাতির প্রস্তুস্তিকালে এলাকার ত্রাস চিহিৃত সন্ত্রাসী চুয়াডাঙ্গা টেইপুরের বিদ্যুতকে (২৮) পাঁকড়াও করেছে দামুড়হুদা থানা পুলিশ। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের কোষাঘাটাস্থ ইটভাটার সন্নিকটে ৫-৬ জন মুখোশধারী সন্ত্রাসী সড়কে ছিনতাইসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, এসআই আমাজাদ হোসেন ও এএসআই সবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে এলাকার ত্রাস চিহিৃত সন্ত্রাসী চুয়াডাঙ্গা টেইপুরের বিদ্যুত। পুলিশ তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে আটক বিদ্যুতসহ ৪ জনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক বিদ্যুত এলাকার একজন চিহিৃত সন্ত্রাসী। তিনি চুয়াডাঙ্গা পার্শবর্তী মেহেরপুর, ঝিনাইদহ, যশোরসহ বিভিন্ন জেলায় পুলিশ পরিচয়ে সড়কে ছিনতাইসহ ডাকাতি করে আসছিলেন। এছাড়া গত ২১ আগস্ট কোষাঘাটা থেকে পুরাতন হাউলীর বাচ্চু মিয়ার ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন। এদিকে অন্য একটি সূত্র বলেছে, ওই বিদ্যুতই ২০০৪ সালে দামুড়হুদা গালর্স স্কুলের সামনে নিজ দোকানে বসে থাকা অবস্থায় দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফকে হত্যার উদ্দেশে বোমা নিক্ষেপ করেছিলেন।