চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিসভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, পবিত্র কোরবানির পশুর চামড়া সীমান্তের দিকে যাবে না। যাবে রাজধানী ঢাকা অভিমুখে। বিগত দুই বছর যাবত নির্ধারিত স্থানে পশু জবাই করা হচ্ছে। এজন্য উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পশু জবাইয়ের নির্ধারিত স্থান নির্বাচন করা হয়েছে। ওই নির্ধারিত স্থানে ১৮ বছরের বেশি বয়সী ব্যক্তিরা পশু জবাইয়ে অংশ নিতে পারবেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন শিশু স্বর্গ ও পুলিশ পার্কে বিনামূল্যে শিশুরা প্রবেশ করতে পারবে।’ গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় পবিত্র ঈদুল আযহা-২০১৭ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এসব মন্তব্য করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আনজুমান আরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, এসএম ইসরাফিল, অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান ও একেএম মইনুদ্দিন মুক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ আরও বলেন, কোরবানির পশুর হাট রাস্তার ওপর না বসে এবং রাস্তার ওপর ট্রাক লোড না হয় সেদিকে নজর রাখতে হবে। গরুর স্বাস্থ্য পরীক্ষা ও জালটাকা রোধে ব্যবস্থা নিতে হবে। কেউ যেনো পটকা ফোটাতে না পারে সেদিকে খেয়াল রাখেতে হবে। মোটরসাইকেলে তিনজন আরোহী চলাচল করতে পারবে না। কোরবানির পশুর বর্জ্য মাটিতে পুতে ফেলতে হবে। ঈদের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ঈদের দিন ও পরবর্তী ৩দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে হবে।
এদিকে, চুয়াডাঙ্গা পৌরসভা ৯ ওয়ার্ডে ৮৩টি স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করেছে। স্থানগুলো হচ্ছে, ১নং ওয়ার্ডে সিএন্ডবি অফিসের সম্মুখে খালি জায়গা, হাটকালুগঞ্জের কেরুর মাঠ, ভিমরুল্লাহ স্কুল মাঠ, আদর্শ উচ্চ বালক বিদ্যালয় মাঠ, নতুন বাজারের নদীর ধার, সিএন্ডবি উত্তরপাড়ার মসজিদের পাশে এবং হাটকালুগঞ্জ খেয়াঘাট পাড়া।
২নং ওয়ার্ডে বুদো মিয়ার আম বাগান, বনানীপাড়া মসজিদ এর কাছে তেতুল তলায়, মুন্সিপাড়ায় কাউন্সিলর খোকনের বাড়ির পাশের মাঠ, সুমিরদিয়া রেলপাড়া মসজিদের সামনে আমবাগান, সুমিরদিয়া কলোনীপাড়ার কিছুক্ষণের মোড়, শান্তিপাড়া-দক্ষিণ হাসপাতালের মাঝখানের মেহগনি বাগান, বলাকার মোড়, মাদরাসাপাড়া বাদল মিয়ার আমবাগান ও মহিলা কলেজপাড়ার মাঠে ।
৩নং ওয়ার্ডে সবুজপাড়া মসজিদের সামনের শিশুবাগান, মুক্তিপাড়া মুজিবুল মিয়ার বাড়ির সামনের মাঠে, স্টাফ কোয়ার্টারের পশ্চিম পাশে জোলের ধারে, পানি উন্নয়ন বোর্ডের মাঠে, সাদেক আলী মল্লিকপাড়া ইলার মাঠ, পুরাতন হাসপাতাল পাড়ার ভি.জে স্কুলের পেছনে, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে, পুরাতন জেলখানার পেছনে, সাদেক আলী মল্লিকপাড়া মুনছুর মোল্লার গর্তের ধারে, ও মহিলা কলেজের সামনের মাঠে ।
৪নং ওয়ার্ডে ইউসুফ আলী জোয়ার্দ্দারের পুকুর পাড়ে, উদ্দীপন ক্লাব মাঠ, শেখরাতলার মাঠ, ওহিদ জমিদারের বাড়ির সামনে, মাঝেরপাড়া মধু ওস্তাদের বাড়ির সামনে, জীনতলাপাড়ার লিচুবাগানে, জোয়ার্দ্দরপাড়ার মোসলেম জোয়ার্দ্দারের বাগান ও বাজারপাড়ার সজলের বাড়ির সামনের মাঠে।
৫নং ওয়ার্ডে তালতলা পশুহাট, কানাপুকুরের পাশে খালি জায়গা, উম্মাত মোড়, আশরাফ মাস্টারের বাড়ির পাশে বটতলা, মুচিপাড়া মোড়, শেখরাতলা মোড়, রেলপাড়া শান্তি মিয়ার মিলের সামনে, ছাগল খামারের সামনে ও রেলপাড়া অ্যাডভোকেট শফির বাড়ির সামনে ।
৬নং ওয়ার্ডে হাজরাহাটি খেলার মাঠ, অঙ্গীকার প্রাথমিক বিদ্যালয় মাঠ, রাজার গোডাউনের সামনের বটতলা, হাজরাহাটি জোয়ার্দ্দারপাড়ার সালাম মোড়ে, হাজরাহাটি উত্তরপাড়ার আতিয়ার বিশ্বাসের বাঁশবাগনে, তালতলার স্কুল মাঠ, সাবেক কমিশনার আব্দুস সামাদের বাড়ির সামনে নদীর ধারে, তালতলা খেয়াঘাটপাড়ার নদীর ধারে ও হাজরাহাটি শেখপাড়া ফজের ষেখের বাড়ির সামনে।
৭নং ওয়ার্ডে নুনগর গোলাবাড়ী মোড়, নুরনগর পুকুরপাড়া মোড়, এতিমখানাপাড়া লিখনের বাড়ির সামনে, সাতগাড়ি মিজারের বাড়ির সামনে, সাতগাড়ি পুরাতন মাদরাসা মোড়, সাতগাড়ি আমিনুল মিয়ার বাড়ির মোড়, কুলচারা স্কুল মোড়, কুলচারা রবিউল মল্লিকের আমবাগান, দিগরী মসজিদের পাশে, দিগরী হেলিপ্যাড, দিগরী ইসলামপুর শরীফের বাড়ির পাশে, সাতগাড়ি লতিফ মাস্টারের বাড়ির পাশে ও ভোলা মালিতার বাড়ির পাশে।
৮নং ওয়ার্ডে বেলগাছি তেতুলতলা, বেলগাছি জাহিদ মোল্লার বাগান, বেলগাছি ঈদগাপাড়া মসজিদের মাঠে, নুরনগর কলোনীর খবার আমবাগান, নুরনগর কলোনীর ঘন মিয়ার আমবাগান, ফার্মপাড়া শরীফের বাড়ির সামনের বাগান ও মুসলিমপাড়া ঈদগা মাঠ ।
৯নং ওয়ার্ডে আরামপাড়া মাছের আড়তের নিকট, হকপাড়ায় টিএন্ডটির সামনে, সিনেমা হলপাড়ার পাবলিক লইব্রেরির মাঠে, গুলশানপাড়ায় সাবেক কমিশনার বাবুর বাড়ির নিকট, কলেজপাড়ায় প্রভাতী স্কুলের পাশে, গোরস্থানপাড়ায় তিন খাম্বার নিকট ও বুদো আমবাগানের উত্তর দিক ।