জীবননগর সুবোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিলের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সুবোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এ মিডডে মিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো. আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ হোসেন, পৌর কাউন্সিলার আপিল মাহমুদ, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রশিদুল ইসলম, প্রাক্তন শিক্ষক শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান শিশুরা আগামী দিনের ভবিষ্যত, সঠিক সুন্দরভাবে জীবনযাপন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার মান ভালো করতে হলে মিডডে মিলের কোনো বিকল্প নেই । প্রতিটি স্কুলেই মিডডে মিল চালু করা উচিত । কারণ অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা বাড়িতে খেতে যেয়ে স্কুলে আসতে দেরি করে আবার অনেক শিক্ষার্থী আছে যাদের বাড়ি দূরে । সে কারণে অনেক শিক্ষার্থী বাড়িতে খেতে না যেয়ে না খেয়ে স্কুলে ক্লাস করেন। একদিকে তার পেটে ক্ষুধা অন্যদিকে লেখাপড়া এগুলো শিক্ষার্থীদের কাছে একটু বোঝা হয়ে যায়। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার মানউন্নয়ন ও তাদের মেধাবিকাশের জন্য প্রতিটি স্কুলে সকলের সাহায্যে সহযোগিতায় যাতে মিড ডে মিল চালু থাকে সেদিকে নজর দেয়ার জন্য সকলকে অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।