চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‌‘আমরা এগিয়ে যাব’ এই থিম নিয়ে বাংলাদেশ স্কাউটস ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্কাউটসের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বপ্ন মানুষের চেয়ে বড়, আমরা সেই স্বপ্ন দেখবো, যা মানুষকে বড় করে। প্রতিটা স্কুলে ২টা করে কাবদল গঠন করতে হবে। আমরা যেদিন প্রতিটা স্কুলে ২টা করে কাবদল গঠন করতে পারবো তখন আমরা বলতে পারবো আমরা সফল হয়েছি। প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এ সময় কাব স্কাউটস ইউনিট লিডার সেলিনা আক্তার ও কাব স্কাউটস সিফাতকে জেলা পর্যায়ে শ্রেষ্ট হয়ে বিভাগীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে স্বাগত জানান। পূনর্বাসন, বন্যা, গ্রীশ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত নিয়ে আট গ্রুপে মোট ৫৯ সদস্য সকাল ১০টা থেকে প্রশিক্ষণ নেয়। পরে বেলা সাড়ে ৪টার দিকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যদের মাঝে সনদ প্রদাণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, সহকার শিক্ষা অফিসার নাসির উদ্দীন। আরে উপস্থিত ছিলেন স্কাউটসের কোর্স লিডার ওবায়দুল হক জোয়ার্দ্দার, কোর্স স্টাফ আব্দুল হান্নান, জেলা স্কাউটস সম্পাদক আবু তালেব, সিটিএল সম্পন্নকারী আশরাফি বেগমসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা স্কাউটস কমিশনার শাহ নেওয়াজ ফারুক।