মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেটে টেস্ট, ওয়ানডে এবং টি-২০’র পর এবার শুরু হচ্ছে টি-১০ ভার্সন। নতুন ভার্সন টি-১০’র প্রথম টুর্নামেন্টটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নতুন এ ফর্মেটে ম্যাচটি হবে ১০ ওভারের এবং এর ব্যপ্তি হবে ৯০ মিনিট। অর্থাৎ প্রতিটি দল ১০ ওভার করে ব্যাটিং-বোলিং করার সুযোগ পাবে। আগামী ২১-২৪ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নতুন এ ভার্সনের প্রথম টুর্নামেন্ট। চার দিনের এ টুর্নামেন্ট মোট আটটি দল টিম পাঞ্জাবিস, টিম পাখতুন, টিম মারাঠা, টিম বাংলাস, টিম লঙ্কান, টিম সিন্ধিস এবং টিম কেরালাটিস অংশ নিচ্ছে।
ভারতীয় দলের সাবেক ওপেনার বীরেন্দার শেবাগ, ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে টুর্নামেন্টের ব্র্যান্ড এ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে। পাকতুনস দলের নেতৃত্ব দেবেন বুম বুম খ্যাত আফ্রিদি। টি-১০ ক্রিকেট লিগের সভাপতি সাজি উল মুলক বলেন, ‘টি-১০ ক্রিকেটের ধারণাটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। কেননা ৯০ মিনিটের খেলা হওয়ায় এটি দ্রুত বিশ্ব পর্যায়ে স্থান করে নিতে সক্ষম হবে বলে আশা করছি। আমরা সবাই টি-২০ উপভোগ করি। এবার টি-১০ অভিজ্ঞতা অর্জন পর্যন্ত অপেক্ষা করুন। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বিপুল সংখ্যক দক্ষিণ এশীয় ক্রিকেট ভক্তদের জন্য আমরা এখানে এ টুর্নামেন্ট আয়োজন করেছি।