রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত ২০

 

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। হামলার পর সন্ত্রাসীরা কয়েকজন নাগরিককে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে তিন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল সোমবার দেশটির রাজধানী ইয়াগাদুদুর কোয়ামি নকরুমা এভিনিউর আল আজিজ ইস্তাম্বুল নামক রেস্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ৩-৪ জন বন্দুকধারী সন্ত্রাসী মোটরসাইকেলযোগে গিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। তারা রেস্টুরেন্টে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। দেশটির যোগাযোগমন্ত্রী রেমিস দানজিনাও বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সাংবাদিক ফ্রান্সিও ব্রাডো বলেন, হামলায় নিহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছেন। ফ্রান্স এবং তুর্কি নাগরিক রয়েছেন সেটি নিশ্চিত হওয়া গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে ওই হামলায় পাঁচজন তুরস্কের নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন।