গাংনীতে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মিলন গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। মিলন হোসেন হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়ার খবির উদ্দীনের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিলন হোসেনের বাড়িতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। মিলন হোসেন একজন মাদকব্যবসায়ী। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার আসামি গতকালই তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।