বিলুপ্ত প্রায় জাতের মাছ রক্ষার্থে অভয়ারণ্য প্রয়োজন

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তারা
মাথাভাঙ্গা ডেস্ক: জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ সমাপনী ছিলো গতকাল সোমবার। চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে মৎস্যচাষিদের শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার ও সনদপদত্র প্রদান করা হয়। গত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ছিলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭।
মূল্যায়ন ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও জেলা পরিষদের সচিব ড. লুৎফর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমারসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে প্রাণিজ আমিষ সরবরাহ বৃদ্ধি করতে হবে। যদিও হাট বাজার থেকে বিদেশি মাছ ক্রয় করে আমাদের চাহিদা পূরণ করছি। কিন্তু দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। নদী-নালা, খাল-বিল থেকে ক্যারেন্ট জাল দিয়ে এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ী দেশি প্রজাতির মাছের পোনা ধ্বংস করছে। এই বিলুপ্ত প্রায় জাতের মাছ রক্ষা করা সকলের দায়িত্ব। আর এ জন্য মাছের অভয়ারণ্য তৈরি করতে হবে। পরে ৪ জন সফল মাছ চাষিদের পুরস্কার বিতরণ করা হয়। এরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার আব্দুস সালাম, জীবননগর উপজেলার নিশ্চিন্তপুরের শ্রী বিজয় হালদার, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুরের শাকিল হোসেন ও আলমডাঙ্গা উপজেলা শহরের শাতিল হাসান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহর সমাপনী অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গার মৎস্য চাষিরা সফলতার সাথে মৎস্যচাষ করে যাচ্ছে। এ অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটাতে তারা নিরলস ভূমিকা রেখে চলেছে। আমি তাদের অনুরোধ করবো, আপনারা সঠিকভাবে মৎস্যচাষ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। নিজেদের ভাগ্য বদলান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা সমাসেবা অফিসার আবু তালেব। উপজেলা মৎস্য অফিসার মঈনুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মৎস্যচাষি মতিয়ার রহমান ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফফুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ অফিসার জেডএম দিদার হোসেন, মৎস্যচাষি পিন্টু মিয়া, দেলোয়ার হোসেন দিপু, কবির হোসেন, মাহামুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সফল মৎস্যচাষি হিসেবে ৪ জনকে এ বছরের সেরা মৎস্য চাষির পুরস্কার প্রদান করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় মৎস্যসেবা সপ্তাহের সমাপনী দিনে সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. ইনামুল করিম ইনু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৪ জন সফল মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক ও হাদিকুল হাসান সুজন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ ৪ জন মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে এবং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মনজুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপপরিচালক আনজুমান আরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুহা. হাবিবুর রহমান, সাংবাদিক সালাউদ্দীন কাজল, মৎস্যচাষি জয়দেব হালদার, আব্দুল মজিদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জন মৎস্য চাষি ও পোনা উৎপাদনকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেহেরপুরে মৎস্য সপ্তাহ শেষ হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা পরিষদ মিলনয়াতনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অলহাজ্ব গোলাম রসুল, ডিডি এলজি খাইরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মৎস্য ব্যবসায়ী মুহিত শেখ, খুদিরাম হালদার প্রমুখ। পরে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মৎস্য ব্যবসায়ী মুহিত শেখ, চাষি খুদিরাম হালদার, সমরেশ হালদার, ফিরাদুল ইসলাম, আতাউর রহমান ও তোফাজ্জেল আলীকে ক্রেষ্ট প্রদান করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী শেষে সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, গোলাম ফারুক, প্রাণিসম্পদ অফিসার খোরশেদ আলম, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্ষেত্র সহকারী আহসান হাবিব।