মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বিদেশে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে ধর্ষন করে আসছেন এক প্রতারক। ধর্ষণের ভিডিও চিত্র ও অশ্লীল ছবি ফাঁস হয়ে যাওয়ায় জনমনে আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার নাটিমা গ্রামের সরদারপাড়ার আব্দুস কুদ্দুস ওরফে কুদু মোল্লার ছেলে খোকন মোল্লা (৩৩) এক গৃহবধূকে বিদেশে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিলো। ধর্ষনের সময় প্রতারক খোকন মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও নিজ মোবাইলে ধারণ করে রাখতেন। ভিডিওটিকে পুঁজি করে বিভিন্ন সময় ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ গূহবধূর। এ বিষয়ে গৃহবধূ বলেন, বিদেশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দালাল খোকন তাকে প্রশিক্ষণ ও মেডিকেল করার নাম করে ঢাকায় একটি হোটেলে নিয়ে তাকে জোরপূর্বব ধর্ষণ করে এবং সেটি তার অজান্তে ভিডিও করে ও তার কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়া দালাল খোকন তার ছবি ও ভিডিও বিভিন্ন মধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছে।