শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে চেয়ারম্যানের গোডাউন থেকে ভিজিএফের চাল জব্দ ॥ সচিব বরখাস্ত

প্রতিনিধি ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে চেয়ারম্যানের গোডাউন থেকে ভিজিএফের ১শ বস্তা গম জব্দ করা ও সচিকে বরখাস্ত করা হয়েছে। শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় থাকা ১শ বস্তা ভিজিএফ কর্মসূচির গম জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এই গম গত ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বিতরণের কথা ছিলো। শৈলকুপার অ্যাসিল্যান্ড এসএম মুনিম আহম্মেদ লিংকন গোপন সূত্রে খবর পেয়ে এই গম জব্দ করেন। এ ঘটনায় গতকাল রোববার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সচিব অসিম কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন জোয়ারদার মামুন গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য বরাদ্দকৃত গম বিতরণ না করে নিজে কুক্ষিগত করে রাখেন। গত ঈদুল ফিতরে কাঁচেরকোল ইউনিয়নে ১ হাজার ৫৩২টি কার্ডের বিপরীতে বরাদ্দ পাওয়া সব গম তিনি বিক্রি করে দিয়েছেন বলেও কথিত আছে। ভিজিএফ কর্মসূচির গম বিতরণ না করে কুক্ষিগত রাখার খবর জানতে পেয়ে শৈলকুপা উপজেলা প্রশাসন শনিবার সন্ধ্যা রাতে অভিযান চালান। অভিযানকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ১শ বস্তা গম উদ্ধার করে।
ইউনিয়ন পরিষদের সচিব অসিম কমুার সরকার জানান, চেয়ারম্যান এই গম বিতরণ না করে নিজের ইচ্ছা মতো বিক্রি ও বিতরণ করছিলেন। এ ঘটনার সাথে আমি জড়িত নয় বলে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি সচিব দাবি করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গণি জানান, আমরা ভিজিএফ কর্মসূচির ১শ বস্তা গম জব্দ করেছি, যেটা বিতরণ না করে চেয়ারম্যান নিজের জিম্মায় রেখেছিলো।