স্টাফ রিপোর্টার: সালাম সালাম হাজার সালম, ওরে ও নীল দরিয়া, তুমি কি দেখছ কভু -এরকম অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিডনি ফেইলিওর, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে এমন সংবাদ পেয়ে শিল্পীর উপযুক্ত চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির জ্যেষ্ঠ পুত্র। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে আবদুল জব্বারকে দেখতে যান মুজিবুর রহমান। তিনি শিল্পীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় শিল্পীর শয্যাপাশে কিছুক্ষণ বসেন এবং তার শরীরের খোঁজ-খবর নেন শিল্পপতি মুজিবুর রহমান।