টিপ্পনী

 

খবর: (মুজিবনগরের জয়পুর সীমান্তে বিএসএফের গুলিতে গরুব্যবসায়ী আহত)

 

ওগো দাদা বাবু বাবু

আমরা কি খাই সাবু-

দফায় দফায় গুলি করে

আমায় করেন কাবু।

 

ওগো বাবু দাদা দাদা

আমরা কি সব গাধা-

কোনো কথা বলতে গেলেই

মুখে দেবেন বাধা।

 

দাদা বাবু ওগো ওগো

হয় না তোমার রোগও-

আমার ভালো দেখলে কেবল

মনের কষ্টে ভোগো।

 

-আহাদ আলী মোল্লা