গাংনীতে কৃষকের বাড়ি থেকে দুটি মেছোবাঘের সাবক উদ্ধার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের জিন্দার আলির বাড়ি থেকে দুটি মেছোবাঘের সাবক উদ্ধার করেছে বনবিভাগের কর্মকর্তারা। গতকাল বুধবার দুপুরে বনবিভাগের কর্মকর্তা খবর পেয়ে বাচ্চা দুটি তাদের হেফাজতে নেই।

এলাকা সূত্রে জানা গেছে, জিন্দার আলী গতকাল সকালে পানের বরজে কাজ করার সময় দুটি মেছোবাঘের সাবক খেলা করতে দেখে। পরে সাবক দুটি ধরে নিয়ে বাড়িতে আসে। বিষয়টি জানাজানি হলে বনবিভাগের কর্মকর্তারা এসে সাবক দুটি উদ্ধার করে জেলা শহরে নিয়ে যায়। ফরেস্টার জাফরউল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত তা উদ্ধার করে মেহেরপুর বনবিভাগের পাশের জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। এদের এদিকে বাঘডাসা বলা হয়ে থাকে। পরিবেশের ভারসম্য রক্ষায় এই প্রাণিদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকায় এগুলো রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বন বিভাগের কর্মকর্তারা।

 

Leave a comment