ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সদস্যরা অনশন ধর্মঘট পালন করেছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা শিক্ষক সমিতির উদ্যোগে এ অনশন করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনশনরত শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখেন আব্দুল মোমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গনি, কৃপা সিন্ধু, ইসাহক আলী, হাবিবুর রহমান, আব্দুল মজিদ, মিজানুর রহমান, আলমগীর হোসেন, মাসুদ করিম প্রমুখ।
বক্তরা বলেন ইতোমধ্যে সরকারি শিক্ষক-কর্মচারীগণ ৫% বেতন বৃদ্ধি ও বোশেখি ভাতা পাচ্ছে। ৮ ম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ ৫% বেতন বৃদ্ধি ও বোশেখি ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছে না। শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব সরকার বলে অভিহিত করে বলে যে, আশা রাখি তার হস্তক্ষেপে গত জুলাই ২০১৬ থেকে ৫% বেতন বৃদ্ধি ও বোশেখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সকল নন এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপি ও ভুক্ত করবেন বলে আশা প্রকাশ করে। যদি তা বাস্তবায়ন না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। অনশন শেষে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান খোকা ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিনের মুখে ফলের জুস দিয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করেন।