কার্পাসডাঙ্গা বাজার ময়লা আবর্জনায় ভরা

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার সবচেয়ে বড় বাজার দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান রয়েছে। কার্পাসডাঙ্গার কাঁচাবাজার, মাছ বাজার ও মাংসের বাজারসহ পুরো বাজারে জমাট বাঁধা ময়লা-আবর্জনায় পূর্ণ রয়েছে। এই ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের যেন নাভিশ্বাস অবস্থা। বাজারের ড্রেনগুলো অকেজো হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলে পানি জমাট বেঁধে রাস্তাগুলো ডুবে যায়। এতে করে ময়লা-অবর্জনা পচে দুর্গন্ধ সৃষ্টি করে। এ অবস্থায় কার্পাসডাঙ্গার বাজারে খুব বেশি প্রয়োজন না হলে মাংসো ও কাঁচা বাজারে ঢুকতে চায় না ক্রেতারা। এতে করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। ভোক্তভোগীদের দ্রুত সমাধানের জন্য দামুড়হুদা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।